Monday, January 07, 2013

Tomay Gaan Shonabo

তোমায় গান শোনাব , তাই তো আমায় জাগিয়ে রাখো,
ওগো ঘুম-ভাঙানিয়া , তোমায় ....
বুকে চমক দিয়ে তাই তো ডাক
ওগো দুখ-জাগানিয়া , তোমায় .. .


এলো আঁধার ফিরে,  পাখি এলো নীড়ে,
তরী এলো তীরে,

শুধু আমার হিয়া বিরাম  পায় নাকো ,
ওগো  দুখ-জাগানিয়া ।।

আমার কাজের মাঝে - মাঝে
কান্নাহাসির দোলা তুমি থামতে দিলে না যে ,

আমায় পরশ ক'রে, প্রাণ শুধায় ভরে,
তুমি যাও যে সরে,

বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাক,
ওগো দুখ-জাগানিয়া ।।



Nirbhaya, Damini, Amanat,  Delhi's braveheart, India's daughter, my salutations, my offerings and my apologies to you.... 
(through the immortal words of Gurudev Rabindranath Tagore - Tomay Gaan Shonabo, written c. 1923...)











No comments: